প্রচ্ছদ > খেলা > ক্রিকেট

আইপিএলের ডাক এলে মোস্তাফিজদের কত দিন খেলতে দেবে বিসিবি?

article-img

আবুধাবিতে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিরা পৌঁছাতে শুরু করেছেন। কাল মঙ্গলবার হবে এবারের মিনি নিলাম। 

তার ঠিক আগে প্রশ্ন উঠছে, এবার বাংলাদেশিরা আইপিএলে দল পাবেন তো? কিংবা দল যদি পেয়েও যান, তাহলে খেলতে পারবেন কত দিন?

এই প্রশ্ন ওঠার কারণ ২০২৬ মৌসুমে বাংলাদেশ দল এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ছয়টি সাদা বলের ম্যাচ। এই সূচির কারণে আইপিএলে তাদের অংশগ্রহণ সীমিত হতে পারে।

এবার নিলাম তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটার আছেন। তাদের বেস প্রাইস ৩০ লাখ থেকে ২ কোটি রুপির মধ্যে। বাস্তবে দল পাওয়ার সবচেয়ে বড় সম্ভাবনা আছে মোস্তাফিজুর রহমানের। তবে জাতীয় দলের খেলা পড়লে তাকেও পরে বদলি হিসেবে খেলতে হতে পারে। গত মৌসুমে এমনটাই হয়েছিল।

নিলাম তালিকায় থাকা বাংলাদেশিরা হলেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, রকিবুল হাসান, শরিফুল ইসলাম। মুস্তাফিজের বেস প্রাইস ২ কোটি রুপি। বাকি বেশিরভাগের বেস প্রাইস ৭৫ লাখ রুপি। রাকিবুল হাসানের বেস প্রাইস ৩০ লাখ রুপি।

নিলামের আগে সোমবার সন্ধ্যায় আবুধাবির ডব্লিউ হোটেলে প্রাক-নিলাম বৈঠক হবে। সেখানে বিসিসিআই বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানাবে। এক বিজ্ঞপ্তিতে বোর্ড তাদের নিয়ম আবারও স্পষ্ট করেছে। 

সেখানে বলা হয়েছে, ‘এই খেলোয়াড় নিলামের ক্ষেত্রে আইপিএল ২০২৬ মৌসুমের কোনো অংশে খেলোয়াড় অনুপস্থিত থাকলেও তা উপেক্ষা করা হবে। ১০০ শতাংশ প্রাপ্যতা ধরে পুরো লিগ ফি স্যালারি ক্যাপ থেকে কাটা হবে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর সুবিধার জন্য প্রতিটি খেলোয়াড়ের সম্ভাব্য প্রাপ্যতা জানানো হবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা খেলোয়াড়দের এনওসি দেবে। বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম বলেছেন, ‘আমরা আইপিএলের বেশিরভাগ সময়ের জন্য তাদের এনওসি দেব। আমরা চাই তারা যতটা সম্ভব খেলুক। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য ন্যূনতম সময়ের জন্যই তাদের ডাকা হবে।’